"জ্বালোরে জ্বালো-আগুন জ্বালো" প্রতিহিংসা ও ব্যক্তি পূজার রাজনীতি


"জ্বালোরে জ্বালো-আগুন জ্বালো"
"লড়াই লড়াই লড়াই চাই-লড়াই করে বাঁচতে চাই"
"আমার ভাই তোমার ভাই-অমুক ভাই তমুক ভাই"
"অমুকের চামড়া -তুলে নেবো আমরা"
এই জাতীয় স্লোগান গুলো যতদিন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক সভা সমাবেশ ও মিছিলগুলোতে পরিহার না করবে ততদিন পর্যন্ত এ দেশে হিংসা বিদ্বেষ, হানাহানি ও ঘুম হত্যার রাজনীতি বন্ধ হবেনা।একটি সুশিক্ষিত ও আন্তরিক রাজনৈতিক সংস্কৃতিই পারে একটি জাতিকে সভ্যতার উচ্চ শিখরে পৌঁছে দিতে।প্রতিহিংসা মূলক রাজনীতি জাতির জন্য কোন তন্ত্র বা তত্ত্বই কাজে আসবেনা।যে জাতির রাজনৈতিক স্লোগানে শুধু আগুন জ্বালে,যুদ্ধ চায়,নেতা নেত্রীর বা ব্যক্তি পূজা করে সে জাতির জন্য কোন কালেই রাজনীতি সুফল বয়ে আনবেনা।একটি জাতি স্বাধীনতার প্রায় অর্ধ শত বছরে এসেও একটি সমৃদ্ধ সংবিধান ও নির্বাচনী প্রক্রিয়া ঠিক করতে পারেনি এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? হবেই বা কিভাবে এদেশে ছাত্র সমাজের মাঝে রাজনীতির প্রতি কোন আগ্রহ নেই।হবেই বা কি করে- এদেশের সরকারি বিশ্ববিদ্যালয় গুলো অপরাজনীতি করে আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলো রাজনীতি নিষিদ্ধ করে।কিন্তু একটি জাতি সমৃদ্ধ হওয়ার পিঁছনে যে ৮০% রাজনীতির ভূমিকা তা আমরা কখনই চিন্তা করিনা।রাজনীতি শব্দটাই এ দেশে কারো কাছে ভয়,কারো কাছে ঘৃণা আর কারো কাছে লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে।আমরা শান্তির জন্য বহু দলে, বহু মতে,বহু তন্ত্র তত্ত্বে বিভক্ত হয়ে আছি কিন্তু একটি সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি যে সহজে আমাদের শান্তি এনে দিতে পারে তা আমরা কখনই বোঝতে চাইনা।

রাজনৈতিক ঐক্য কতটা সমৃদ্ধ ও শান্তির হতে পারে তা সেনজেন ভুক্ত দেশগুলোর দিকে তাকালেই বোঝা যায়।রাজনৈতিক স্থিতিশীলতা আর নির্বাচনী বিশ্বস্ততাই পারে একটি জাতির অর্থনীতিক স্থিতির গ্যারান্টি দিতে।রাষ্ট্রের এই অসস্তির সময়টাতে এই জাতির মঙ্গলের জন্য এখনই সময় হয়েছে রাষ্ট্রের তিনটি অঙ্গ ও সংবিধান কে নতুন করে সাজাবার।রাষ্ট্র কে যখন আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করে তখন রাজনীতি হয়ে যায় ফেলে দেয়া পুতুলের মতো।আর আমলাতন্ত্র বরাবরই উচূ তলায় বসবাস করে নিচ তলায় বা গাছ তলায় রাজনীতির আপন ঘর।তাই রাজনৈতিক সচেতনতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল রাজনৈতিক সংস্কৃতি এখন সময়ের দাবী।না হয় আগামী প্রজন্ম কখনই বর্তমান রাজনীতির নেতা-নেত্রীদের ক্ষমা করবেনা।ইতিহাস প্রতিনিয়ত রচিত হয়। আর ইতিহাসে কেউ সিরাজ হয় কেউ মীরজাফর হয়।সুতরাং রাজনীতি তুমি এখন তোমার স্লোগান পরিবর্তন করো।আগুন,লড়াই,সহমত ভাই এসব শব্দ বাদ দিয়ে একাত্তরের মতো এক স্লোগানে ঐক্যবদ্ধ জাতি "জয় বাংলা"র মতো স্লোগান রচনা করো।১৬কোটি জনগণের ৩২ কোটি হাত জাতিকে উন্নয়ন ও সভ্যতার শিখরে তুলে দিবে শুধু তোমার নিঃস্বার্থ রাজনীতির ছাঁয়াতলে।

রাজনীতি হোক যার যার মতো করে,দেশটা হোক সবার জন্য।সবকিছুর উপরে আমরা বাঙালী এটাই হোক আমাদের চিন্তাচেতনা।আমাদের এগিয়ে যেতে হবে এটাই হোক শপথ। পড়শীরা এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা কি এগুতে পারছি? দেশ থেকে আন্তর্জাতিক অঙ্গনে ঘুরে আসুন। নিজেকে পার্থক্য করতে পারবেন।জয় হোক প্রিয় স্বদেশের রাজনীতির।ফিরে আসুক গণতন্ত্রের সেই প্রকৃত সুবাতাস যা এ জাতি কখনই ভোগ করতে পারিনি। আমাদের ভাষা,স্লোগান ও রাজনীতিতে ফিরে আসুক শালীনতা ও বিশ্বাস।নিপাত যাক আমাদের অপচিন্তাগুলোর।জয় বাংলা...

(একান্তই নিজস্ব নিরপেক্ষ মতামত।কেউ মর্মাহত হলে বিশেষ ভাবে দুঃখিত)

No comments

Powered by Blogger.