জান্নাতুন নাঈম মিথিলার একটি বেদনাহত কবিতা......

নির্লুপ্তি!

কী ভীষন আকুলতা নিয়ে তোমায় ভালোবেসে ছিলাম!
অশ্রুসিক্ত চোখ ভারী গলায় দাবি
করেছিলাম ভালোবাসো আমাকে,

সেদিন থেকেই আজন্ম নিঃসঙ্গতাকেআঁকড়ে ধরে তোমার প্রেমিকা হয়েছিলাম,কিন্তু তুমি আমায় প্রেমিকা মানো নি,ক্লান্ত চাহনি, হাহাকারে ভরা মন,কোন কিছুতেই তোমার ভ্রুক্ষেপ ছিলো না!ঠোঁট ছুঁয়ে, অথবা চুলের গন্ধে কখনোইইমাতাল হও নি তুমি,কপালে চুমু খেয়েশ্রদ্ধা,সম্মান,বিনয়,ভালোবাসা কোন কিছুরই প্রমান মেলো নি,!কখনো বাহুলগ্নে উষ্ণতা ও খোঁজো নি তুমি!প্রথম যেদিন শাড়ী পরে আঁচলমেলেছিলাম,তখন তুমি অন্য টানে মগ্ন!তবুও ভালোবাসতাম তোমায়,মগজ বরাবর তাপ রেখে ক্ষত চোখ নিয়েযখন নীল আকাশে চেয়ে থাকতাম,তখন তুমি চোখ ভর্তি ভালোবাসা নিয়েঅন্য চোখে বাস করো!এক চিলতে ভালোবাসার জন্য যখনইতোমার দুয়ারে যাবো,তখন তুমি অন্যঠোঁটে চুমু খাও,কতো বসন্ত কেটে গেছে অপেক্ষায়অপেক্ষায়,রাত আমায় মন খারাপআর কষ্টের নিকৃষ্ট নর্দমায় নক্ষেপ করতো,!তখন ও তুমি প্রেমালাপে ব্যস্ত!আমার ভেতরে বিশালাকার ক্ষতের সৃষ্টি,ক্ষত নিয়েই আমি গুটিয়ে নিয়েছিলামনিজেকে,ক্ষতের চাদরে মুড়ি দিয়ে রোজ আমি পথচলি,ভালোবাসার জন্য উন্মাদিনী আমি,আজ আমার অস্তিত্ব নির্লুপ্ত প্রায়!কী আঁকড়ে বেঁচে আছি?তার হিসেব কষতে কষতে ফলাফল-তোমার আড়চোখ আর ভালোবাসি না বলে চিৎকার! ব্যাস আর কিছু নাঅস্তিত্বের শেষ চিহ্নটুকু কে ও রেহাই দেও নি তুমি,তোমার বুকের বামপাশ এখনোঅন্যের দখলে,আমার টান কী করেই বা উপলব্ধি করবে তুমি?আমি তো কষ্টের নর্দমা থেকে উঠে আসাএক নষ্ট মানবী! নর্দমার পঁচা কর্দমাক্ততাতো আমার আষ্টেপৃষ্ঠে জড়ানো,আজ আমি সত্যি ই নির্লুপ্ত!!

1 comment:

Powered by Blogger.