আমি সিনেমা ও সংস্কৃতি জগতের প্রতিটি মানুষকেই ভালোবাসি।এই শিল্পের মাঝেই মানুষের জীবনের প্রতিচ্ছবি । শিল্প আমাকে কাঁদায় শিল্প আমাকে হাসায়।আমার একাকিত্বের জীবনে শিল্প আমাকে সঙ্গ দেয়। আমি ভালোবাসি প্রতিটি নান্দনিক শিল্প ও শিল্পী কে।হোক সে নিষদ্ধ সিনেমার নিষিদ্ধ মানুষ।মানুষ তো! তাই হবে; এতেই আমি তাকে ভালোবাসি। ভালোবাসার জন্য মানুষ হওয়াই যথেষ্ট।আমি কোনো দিনই চাইনি কেউ আমাকে ভালোবাসুক,আমি চাইনি কারো মায়া মমত্বে আমার ছবি ভাসুক।আমি শুধুই ভালোবাসা ছড়াতে চেয়েছি।আমি এক মানবিক পৃথিবী চেয়েছি।আমি বিশ্বাস-অবিশ্বাস এসব থেকে বের হয়ে শুধু ভালোবাসা ছড়াতে চেয়েছি।আমি প্রাণ খুলে সব বলে দিতে চেয়েছি।আমি কিছু লুকাইনি।আমি তীব্র আবেগ অথবা তীব্র বিশ্বাসে কারো মিথ্যে আশ্বাসে কান দিয়ে কাউকে ভালোবাসিনি অথবা ঘৃণাও করিনি।আমার কাছে জীবন মানে স্বাধীন জীবন মানে ইচ্ছেমত নির্ভয়ে ভালোবাসা।আমি স্বাধীনতা ও ভালোবাসাকে কে কখনো লিঙ্গভেদে ভাগ করিনি।আমি স্বাধীনতা ও ভালোবাসাকে রং দিয়ে মাখিনি।আমার কাছে মানব সত্তা ই সব,আমি এর মাঝে ক্ষুত দেখিনি।আজ চিৎকার করে শুধু এতটুকুই বলব-যদি মানুষ হও আমি তোমাকে ভালোবিসি।বিনিময়ে তুমি আমাকে কখনোই ভালোবেসো না।আমি বরাবরই ভীন্ন!
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments