এইতো জীবনের ছবি


একটাই জীবন। তার আছে কত চাওয়া-পাওয়া।আমরা কখনো চাওয়ার আগেই পেয়ে যাই।আবার কখনো শতবার চাওয়ার পরও পাওয়া হয়না।এই জীবনকে নিয়েই আজকের লেখাটি............

জীবনের ছবি

আঁধারে মিশে গেছে ঐ পথখানি
যে পথে হেঁটেছি দিনে কিংবা রজনী।
যেখানে পড়ে আছে শতশত স্মৃতি
খুব যতনে আঁকা জীবনের রঙিন ছবি।
মায়া,মমতা,কান্না-হাসির সমন্বয় ছিল
আঁধারে মিশে যাওয়া ঐ রহস্যময় গলিতে।
কত আয়োজন,বিলাসী ভোজন,কত শত্রু মিত্র
নিমেষেই সব থেমে গেছে জীবনের ঘড়িতে।
বাহারি আলোয় আলোকিত,পুলকিত হৃদয়ে
কত গান গেয়েছি,অচেনা কোন প্রেমেতে।
ভেসেছি স্বপ্ন সলিলে,হেঁটেছি মরু প্রান্তরে
লেখেছি কত কবিতা দিনে অথবা রাতে।
বেঁধেছি মায়ার ঘর,ছিল সুখ দু:খের নহর
জীবনের প্রয়োজনে সময় অসময়ে হয়েছি স্বার্থপর।
আবার বিলিয়ে দিয়েছি নিজেকে,বাড়িয়েছি হাত
অন্যের প্রয়োজনে হয়েছি বরবাদ।
এ যেন শতপথের মিলিত সমাবেশ
যার প্রতি রয়েছে ভালোবাসা এবং বিদ্বেষ।
যে দিয়েছে কখনো রঙিন আকাশ
কখনো দিয়েছে ধ্বংসাত্বক জ্বালাময়ী আবেশ।
তবুও এ পথ অসীম,অনন্তকালের মহা যাত্রা
পরিবর্তনশীল গতি নিয়ে বারবার পাল্টায় মাত্রা।
এর নেই পূর্ণতা,নেই কোন নিশ্চয়তা
ক্ষণিকের জন্য সফল,তবুও মহা শূন্যতা।
সময়ের কাছে পরাজিত, গন্তব্যহীন যাত্রী
এর নাম জীবন,এইতো জীবনের ছবি।


Written by Naeem aziz chowdhury



আপনিও পাঠাতে পারেন আপনার লেখা কবিতা,গল্প,প্রবন্ধ,বিজ্ঞানও গবেষণা বিষয়ক লেখা।আমরা আপনার প্রতিভাকে সবার কাছে প্রকাশ করতে চাই। আমাদের ফেসবুক পেইজ https://www.facebook.com/TalentBanglaMedia/?ref=bookmarks ও ওয়েবসাইটে লেখা পাঠাতে পারেন।সৃজনশীলতাই কাম্য।


No comments

Powered by Blogger.