নারী তুমি পৃথিবীর রূপকার। নারী দিবসের কবিতা



আমাদের দেশে বেশীর ভাগ নারী জীবনের কোন এক সময়ে-নারী হয়ে কেন জন্ম নিলাম? নিজেকে নিজে এই প্রশ্নটি একবারের জন্য হলেও করেছে। আমি সম্প্রতি অনেক মেয়েকেই এসব বিষয় নিয়ে হতাশ হতে দেখেছি।কিন্তু কেন? এর কারন আমাদের সমাজে নারীর প্রতি ক্ষীণ দৃষ্টিকোণ। আসলেই কি নারী অবলা? এই প্রশ্নটির উত্তর ই আজকের কবিতার বিষয়।আশা করি কবিতাটি নারীর জন্য অনুপ্রেরণা ও পুরুষ তান্ত্রিক সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাতে সহায় হবে।

নারী নিয়ে কবিতাটি দেখুন 
রূপকার

মহা বিশ্বের মহা বিজ্ঞানীর মহা আবিষ্কার
চারিদিকে বাহাবা,জগতে উঠেছে রব
আন্তর্জাতিক মহল দিচ্ছে শত পুরস্কার,
বিজ্ঞানীর এ অর্জনে যার অনুপ্রেরণা-
সে আড়ালে নিভৃতে থাকা মহান নারী,
তাই নারীকে বলতেই হবে বিজ্ঞানের রূপকার।

মহাকালের শ্রেষ্ঠ কবি,সহস্র কাব্যের শ্রষ্টা 
যার কাব্যকলায় বসুধায় এত আলোড়ন,
সুবিশাল সুখ্যাতি,যার জন্য এত আয়োজন
তিনি প্রেয়সীর উপাখ্যিত সেই প্রেমিক,
কবির কর্মের অন্তরালে যে মুখচ্ছবি-
সে আড়ালে নিভৃতে থাকা মহান নারী
তাই নারীকে বলতেই হবে সমৃদ্ধ সাহিত্যের রূপকার।

রাজনীতির মাঠে প্রিয় নেতার অাহ্বানে
রাষ্ট্র ও সমাজের মাঝে উঠে যে জাগরণ,
অত্যাচারীর সিংহাসনে আঘাত হানে যে কম্পন,
রণভূমে স্বাধিনতার যুদ্ধে সৈনিক হৃদয়ে
নামে যখন হতাশার আবরণ,
তখন সযত্নে নারী করে দেয় মনোরঞ্জন,
জগতে শান্তি ও ন্যায়ের নিশান যার হাতে-
সে আড়ালে নিভৃতে থাকা মহান নারী
তাই নারীকে বলতেই হবে স্বাধীন পৃথিবীর রূপকার।

প্রেমহীন পৃথিবী নরকের সমান
প্রেম বহন করে মানুষের মনুষ্যত্বের প্রমাণ,
যাকে অস্বীকার করা যায়না,আড়াল করা যায়না,
যুগে যুগে মহাবিশ্বে প্রজন্মের যে পালাবদল
তা নারীর জরায়ুর দশ মাসের ফসল,
এ সাধনা চির সত্য,এ দর্শন যার মাঝে-
সে আড়ালে নিভৃতে থাকা মহান নারী
তাই নারীকে বলতেই হবে সৃষ্টির রূপকার।

বিশ্বের স্থাপত্যকলা,সৌন্দয্য শৈলীর নির্মাণ
করেছে মহান প্রেমিক,তাজমহল তার প্রমাণ
কোটি প্রেমিক জীবন দিল নারী প্রেমেতে,
সৃষ্টির আদি থেকে শিল্পীরা গেয়েছে যত গান,
এসবের পিছনে রয়েছে যার নাম-
সে আড়ালে নিভৃতে থাকা মহান নারী
তাই নারীকে বলতেই হবে প্রেমের রূপকার।

পৃথিবীর যত অর্জন,অমঙ্গলের বিসর্জন
সব কিছুর মূলে রয়েছে মহান নারী,
তবুও কেন তারা আজ এত অবহেলিত?
কেন পুরুষতন্ত্রের লোহার কপাটে আবদ্ধ?
নারীর কৃতিত্ব শিকারে কেন এত ভয়?
এ অন্ধ সমাজের আর কত  অবক্ষয়?

ধর্মের অপব্যাখ্যায় মৌলবাদ করেছে যে আশ্রম
আর কত সইবে নারী,করবে মিথ্যে শ্রম?
নারীর জন্য কলম ধরে তাসলিমা আজ নির্বাসিত
এক নারীর কাছেই কি মৌলবাদের এ মাথা নত?
নারীতে কেন এত ভয়?অন্ধ তন্ত্রে তারা যা কিছু কয়।

সব কিছুর পরও একদিন নারীর হবে জয়
যদি নারী জাগরণ হয়,মুক্তচিন্তা কথা কয়,
একদিন সবাইকে বলতেই হবে সমস্বরে-
পৃথিবী পুরুষের অর্ধেক হলে,বাকিটা নারীময়।

হে নারী,আর কত পড়বে পুরুষের দেয়া অলংকার?
অার কত ধর্ষণ, নির্যাতনে পুড়ে হবে অাঙ্গার?
আর কত তনুকে মাটি চাপা দিবে?
এবার অন্তত জেগে উঠো,নিজেকে মূল্যায়ন কর
নিভৃতে অশ্রু না ফেলে নিজেকে চেনো,
ইচ্ছে ডানায় চড়ে ভেঙ্গে দাও পুরুষতন্ত্রের অহংকার।
নারী তোমাকে বলতেই হবে পৃথিবীর রূপকার।




আপনিও পাঠাতে পারেন আপনার লেখা কবিতা,গল্প,প্রবন্ধ,বিজ্ঞান ও গবেষণা বিষয়ক লেখা।আমরা আপনার প্রতিভাকে সবার কাছে প্রকাশ করতে চাই। আমাদের ফেসবুক পেইজে https://www.facebook.com/TalentBanglaMedia/?ref=bookmarks ও ওয়েবসাইটে লেখা পাঠাতে পারেন।সৃজনশীলতাই কাম্য।


No comments

Powered by Blogger.