"অপূর্ণতা" প্রেমের অনুভূতি মাখা একটি কবিতা

কেন এই নীরবতা? বিশাল শূন্যতা
প্রাপ্তির বদলে অপূর্ণতা।দু'টো মনে ভাঙনের সুর
সম্পর্কের মাঝে কেন এই জড়তা?
হয়তো চলে যেতে চাইছো
তাইতো অকারনে এত অভিমান।
আমাকে নিঃসঙ্গ একা করে
দুঃখের সলিলে ভাসিয়ে তুমি যদি সুখী হও
যাও প্রিয় তোমায় ছুটি দিলাম।
হয়তো অজানা গন্তব্যে ভেসে যাব
একাকিত্বের যন্ত্রণায় কাতরাব,
অনুশোচনার অনলে জ্বলবো
তাতে কিছু যায় আসে না-
শুধু তুমি সুখী হও,শুভ কামনা।
আপন সুখের বিসর্জনে দুঃখ নেই বিন্দু
তোমার নীলয়ে থাকে যেন সুখের সিন্ধু।
উষ্ণ হিমেলে ভরে উঠুক প্রাণ
প্রতি প্রহরে ছড়িয়ে পড়ুক
তোমার সংসারে সুখরিত ঘ্রাণ।
আজ শুধু একটি কথাই বলব;
না,ফিরে আসতে বলব না
শুধু জানতে চাই,ভুল কি আমার ছিল?
নাকি তোমার ছুটিটা প্রয়োজন ছিল,
ইচ্ছে হলে বলে যেও, ইচ্ছে হলে না।
সে আর যাই হোক তোমার জন্য-
এই দুয়ার বন্ধ হবেনা।
ভালো থেকো,ভালো থেকো প্রিয়তমা।



Written by Naeem aziz chowdhury



No comments

Powered by Blogger.