আমি দেখেছি আমার ধর্ষিতা বোন কে ''ধর্ষিতারর খবর''

ধর্ষিতারর খবর


আমি দেখেছি আমার ধর্ষিতা বোন কে-
কিন্তু অবাক হইনি,কাঁদিনি অজান্তে।
ক্ষত বিক্ষত দেহটিতে ছিলনা কোন বস্ত্র
চুলগুলো ছেড়া ছিল,ঝরছিল রক্ত।
ডান পাশের চোখটা ছিল থেতলানো
চোয়ালদ্বয় ছিল রক্তে ভিজানো।
আমি সেইদিন বুঝেছিলাম-
বোন আমার বাঁচতে চেষ্টা করেছিল,
চিৎকার করে কেঁদেছিল,মিনতি করেছিল।
আমি দেখেছি আমার ধর্ষিতা বোন কে-
তার নিচের ঠোঁটটি ছিল কাটা।
উম্মক্ত স্তনদ্বয়ে দৃশ্যত ধর্ষকের নখের থাবা।
বাঁ পাশের স্তন বোটায় ঝরছিল রক্ত
ঘাড়ে স্পষ্ট ছিল ধর্ষকের কামড়ের চিহ্ন।
আমি দেখেছি আমার ধর্ষিতা বোনকে-
তার লজ্জাস্থান সেইদিন উম্মক্ত ছিল,
ফোটা ফোটা রক্ত ঝরছিল অবিরত,
শরীরের সবখানে ধর্ষকের চিহ্ন আঁকা ছিল।
এই চিহ্ন আমি আরো অনেকবার দেখেছি-
ক্যান্টনমেন্টের জঙ্গলে তনুর গায়ে দেখেছি,
পাঁচ বছরের ধর্ষিতা পূঁজার গায়ে দেখেছি,
ট্রলীতে পড়ে থাকা আফসানার গায়ে দেখেছি,
হাসপাতালে আসা সহস্র ধর্ষিতার গায়ে দেখেছি।
আমি দেখেছি আমার ধর্ষিতা বোনকে-
সেইদিন কাঁদিনি,শুধুই চেয়ে দেখেছি,
নিজের কামনাদন্ডের প্রসংশায় মেতেছি।
বাহ্!মানুষ মারতে বিধ্বংসী কামান লাগেনা,
ধ্বংসাত্বক অস্ত্র লাগেনা,গোলাবারুদ লাগেনা,
শুধু পুরুষের কামনাদন্ডই যথেষ্ট।
আজ ধর্ষককে গালি দিতে আসিনি,
এসেছি তাকে বাহাবা দিতে।
যেমনটা আমাদের সমাজ দেয়-
ধর্ষিতার জন্য বিচারসভা আর ঘৃণা,
ধর্ষক বুক ফুলিয়ে চলে,টানটান সিনা।
আমি শুনেছি ধর্ষকের ধর্মান্ধ ভাইকে বলতে-
আমার বোনের বুকে উড়না ছিল না
মাথায় ছিলনা ঘোমটা,ছিলনা পর্দা
নিয়মিত ঘর থেকে বাইরে যেত
তাই তারা করেছে এমনটা।
এই অপরাধে তারা বোনকে নগ্ন করল
গণধর্ষণ করল,হত্যাও করল-
অতঃপর তারা পুণ্য করে স্বর্গের পথে এগিয়ে গেল।
যত দোষ বোনের ছিল,তার ছিলনা কামনাদন্ড,
মেয়ে হয়ে জন্মেছে,তাই তার মৃত্যুদণ্ড।
মেয়ে!সে তো চাটনীর আচার,টকঝাল চানাচুর
উম্মুক্ত হলে মুখে লালা আসে,দন্ডে আসে জোর।
মেয়েদের ধর্ষন করা তাদের অধিকার
পুরুষ বটে!তাদের আছে শির-দাঁড়।
এই বেটা কবি, চুপ কর তবে!
কথা বেশি কবে,তবে গর্দান যাবে।
হায়!আজ কাকে মন্দ বলব?
ধর্ষিতা বোনকে? নাকি ধর্ষককে?
নাহ্,যত দোষ ধর্ষিতার,জন্মিছে ভবে,
ধর্ষক থাকুক বেহাল তবিয়তে।
ঐদিন আমার ধর্ষিতা বোনকে দেখেছি,
কাল তোমার বোনকে দেখতে যাব।
ধর্ষিত হলে আমাকে খবর দিও,
চুপিচুপি নিভৃতে অশ্রু ফেলিও।
এছাড়া তোমার আমার কিছুই করার নাই,
কারন, আমি তুমি মেরুদন্ডহীন এক ভাই।
আমরা শুধু ধর্ষনের গল্প শুনি,গল্প বলি
আড়ালে কামনার ঝড় তুলি।
আচ্ছা,আমরা একবারও কি বলেছি?
"ধর্ষনের বিচার চাই,ধর্ষকের ক্ষমা নাই"
প্রশ্নটা বিবেকের কাছে রেখে গেলাম।



--নাঈম আজিজ চৌধুরী



No comments

Powered by Blogger.