রূবাইয়াত জাহান তৃণার ''অজ্ঞাত মানবের পরিচয়''
অজ্ঞাত মানবের পরিচয়
আমি শিশুোর মতো কোমল নইশীলার মতো কঠিনও নই
ফুলের মতো সুন্দরও নই
আমি এক তৃণলতার মতো
আমি অতি সাধারণ মানব
তবুও অদ্ভদ;
কখনো নিস্তব্ধ মূর্তির মতো
কখনো বা জ্বলে উঠা বারুদের মতো,
হঠাৎ কোনো শক্তি জেগে উঠে আমার মধ্যে
তখন আমি বড় চঞ্চল হয়ে উঠি।
কখনও হাসি, কখনো বা কাঁদি
নিরবে চোখের জল মুছি,
আমি একবার এর সাথে
আরেকবার ওর সাথে চলি
তাই লোকের কাছে কখনও ভালো
কখনও আতি জঘন্য।
আমি কেমন তবে?
এর উত্তর আমার জানা নেই
কেননা আমরা প্রতিটা মানুষই
গিরগিটির মতো রঙ বদলাই।
আমি মহা জ্ঞানী নই,কবিও নই
আমি পৃথিবীতে আসা বহু মানবের মধ্যে একজন
আমি তৃণা,রূবাইয়াত জাহান তৃণা ।

No comments