শুনতে কি পাও তুমি?
আমার হৃদয়ের নির্মম আর্তনাদ
শেষ রাতে নির্জনে কান্নার শব্দ
তোমার দেয়া গিটারের করুন সুর।
দেখতে কি পাও তুমি?
কারো অপেক্ষায় দাড়িয়ে থাকা কোন চেনা মানুষকে
রোজ বিকেলে বসে থাকা আনমনা কাউকে।
তাদের মাঝে কি আমাকে খোঁজে পাও?
বোঝতে কি পারো তুমি?
আমার আবেগী হৃদয়টা আজ কতটা বিষন্ন
আমার মিথ্যে হাসিটা কতটা সাজানো
আমার ভালো আছি কথাটা কতটা বেদনাহত।
জানি আজ তোমার সময় নেই এসব দেখার
তোমার দৃষ্টিটা এত দূর আসবেনা এটাও জানি
কারণ তুমি যে আমার পালিয়ে যাওয়া গভীর রাতের শুকতারা!
কেমন আছো তারার দেশে?
মন কি কখনো আসতে বলে?
আমার একাকিত্বের শহরে!

No comments