এক জীবনের যত সমীকরণ
কাঁদিতে চাইনা আমি,তবুও আসে কান্না
ডুবিতে চাইনা আমি,তবুও আসে বন্যা।
মরিতে চাইনা আমি, তবুও আসে মরণ
ভুলিতে চাইনা আমি,তবুও ভুলে যায় মন।
লেখিতে চাইনা আমি কোনো কল্প কথা
তবুও জীবনের প্রয়োজনে হয়ে যায় কবিতা।
বাঁধিতে চাইনা আমি আপন মায়ার ঘর
তবুও হয়ে যাই যেন আপন অথবা পর।
হারাতে চাইনা আমি বহু দূর
তবুও হারিয়ে যাই অচিন পুর।
খেলিতে চাইনা আমি প্রেমের খেলা
তবুও প্রেম এসে দিয়ে যায় ধরা।
ভাসাতে চাইনা আমি রঙের ভেলা
তবুও রঙ এসে মাখে সারা বেলা।
যা চাইনা আমি,তা পেয়ে যাই
যা চাই,তা দেয়না সহজে ধরা।
জীবন সমীকরণ জটিল সূত্রে ভরা
এটাই জীবন,এটাই জীবনের খেলা।
ডুবিতে চাইনা আমি,তবুও আসে বন্যা।
মরিতে চাইনা আমি, তবুও আসে মরণ
ভুলিতে চাইনা আমি,তবুও ভুলে যায় মন।
লেখিতে চাইনা আমি কোনো কল্প কথা
তবুও জীবনের প্রয়োজনে হয়ে যায় কবিতা।
বাঁধিতে চাইনা আমি আপন মায়ার ঘর
তবুও হয়ে যাই যেন আপন অথবা পর।
হারাতে চাইনা আমি বহু দূর
তবুও হারিয়ে যাই অচিন পুর।
খেলিতে চাইনা আমি প্রেমের খেলা
তবুও প্রেম এসে দিয়ে যায় ধরা।
ভাসাতে চাইনা আমি রঙের ভেলা
তবুও রঙ এসে মাখে সারা বেলা।
যা চাইনা আমি,তা পেয়ে যাই
যা চাই,তা দেয়না সহজে ধরা।
জীবন সমীকরণ জটিল সূত্রে ভরা
এটাই জীবন,এটাই জীবনের খেলা।

No comments