আমাদের ঋতুর রাজ্য থেকে রাজকন্যা প্রায় হারিয়ে যাচ্ছে।কিন্তু কেন?

জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে সাম্প্রতিক কয়েক বছর ধরে ষড়ঋতুর মধ্যে চারটি ঋতুর উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। আর বাকি দুটি ঋতু হেমন্ত ও বসন্ত প্রকৃতি থেকে প্রায় হারিয়ে গিয়েছে। হেমন্তকে বলা হয় ঋতুকন্যা। আমাদের ঋতুর রাজ্য থেকে রাজকন্যা হারিয়ে যাক তা আমরা কখোই চাইনা।তাই ঋতুকন্যা হেমন্তকে কবিতায় আঁকলাম।





ঋতুকন্যা হেমন্ত


হেমন্তের আগমনে কুয়াশাচ্ছন্ন সকাল
উত্তপ্ত দুপুরবেলা, ক্লান্তিময় বিকেল।
শীতের মন্দমধুর হাওয়া,আকাশে সাদামেঘ
আউশ,আমুনের নতুন রঙে,কৃষাণীর আবেগ।
ফোটে ফুল শিউলি,হিমঝুরি, দেবকাঞ্চন
পাখিদের কলগানে শীতের নিমন্ত্রণ।
নবান্ন উৎসবের শুরু,ঘরে ঘরে ব্যস্ততা
সকল গ্লানি মুছে হৃদয়ের পূর্ণতা।
নবান্নের ফসলের মিষ্টি মধুর গন্ধ
পাতা ঝরা বৃক্ষের নৃত্যে নতুন ছন্দ।
জ্যোৎস্নাপ্লাবিত রাতে শিল্পীকন্ঠে গান
শীতল হাওয়ায় গা এলিয়ে জুড়ায় সবার প্রাণ।
প্রকৃতির রূপ দেখে কবি লেখে কবিতা
ঋতুকন্যা হেমন্ত যেন প্রেমেরি বারতা।
নাইওর যাবে রাঙা বউ বাপের বাড়ি
খুশিতে আত্মহারা বাল্য পড়শী।
হেমন্তের পরিণতি শীতের আগমন
সকলের জীবনে হোক দু:খ নিবারন।
ঋতুকন্যা তোমায় স্বাগতম,সাদর সম্ভাষণ
তোমার রঙে রাঙিয়ে দাও এই ভূবন।




লেখঃনাঈম আজজ চৌধুরী

No comments

Powered by Blogger.