নতুন কিছু শুরু করার সময় অনেকে অনেক কিছু বলে,কটূক্তি করে,পা
গলও বলে।
কিন্তু যখন সফলতা দেখতে পায় তখন সবাই বলে আমরাই তো তাকে অনুপ্রেরণা দিছি,সাহায্য করছি।উমুক সফল ব্যক্তি আমার ক্লাসমেট(যদিও ক্লাস টু তে পড়ছে এক সাথে)অমুক কোম্পানির মালিক আমার খালাতো ভাইয়ের চাচাতো ভাইয়ের বন্ধুর ভাই সো সে আমার খালাতো ভাই।কিন্তু যদি নতুন কিছু শুরু করা মামুষগুলো কে আমরা প্রথমিক অবস্থায় কটূক্তি অবহেলা না করে একটু অনুপ্রেরণা বা মিথ্যে প্রশংসাও করতাম তাহলে হয়তো ঐ নতুন স্বপ্ন দেখা মানুষটা আরো অনেক দ্রুত এগিয়ে যেতো।আমরা আসলে খুব হিংসুটে।নিজেরা তো কিছু করবই না অন্য কেউ কিছু করতে গেলে তাকে বিতর্কিত করতে তার পিছে লেগে পরি।তবুও সফল মানুষগুলো তার সফলতা নিন্দুক বন্ধুটাকেই উৎসর্গ করে।সফল রা সহজে ক্ষমা করে দেয়।সফলরাই বিপদে পড়া নিন্দুক বন্ধুটাকে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়।তাই আসুন আপনার আশেপাশে সৃজনশীল মানুষগুলোর একবারে অসুন্দর সৃজনশীল কাজটাকেও এক কথায় অবহেলার চোখে না দেখে তার ভুলগুলো সুন্দর ভাষায় ধরে দিন।তাও না পারলে অন্তত চুপ থাকুন।তবুও কটূক্তি করবেন না।এতে মানুষটা মানষিক ভাবে কষ্ট পায়।মনে রাখবেন অচেনা শত জনের প্রশংসায় মানুষ যতটুকু অনুপ্রেরণা পায় চেনা বা আপন একজন মানুষ প্রশংসা করলে তার হাজার গুণ অনুপ্রেরণা পায়।
No comments