স্বপ্নদের স্বাধীনতা ও সামাজিক বর্বরতা
আমাদের সমাজের প্রতিটি প্রতিভার অকাল মৃত্যুর জন্য দায়ী আমাদের অবৈজ্ঞানিক সমাজ ব্যবস্থা ও আদি মানষিকতার পরিবার।একজন মানুষের নিজ ইচ্ছকে দমিয়ে রেখে তাকে অন্য কিছু করতে দিলে তা কখনো পূর্ণতা পাবেনা।তাই আজকের কবিতাটি স্বপ্নাহত মানুষগুলোর জন্য লেখা।
স্বপ্নদের স্বাধীনতা
প্রহর নিশিতে স্বপ্ন সলিলে ছিলাম বিভোর
যখনি এসেছে দুঃখ বেদনা,স্বপ্নই নিয়েছে বহুদূর।
জীবনের মহা সড়কে যখন শুরু হলো যাত্রা
তখনও হাজারো স্বপ্নের সীমাহীন মাত্রা।
অবশেষে বাস্তবতার ভয়াল আগ্রাসন
এর মাঝে ধর্ম ও সমাজের একমুখী প্রহসন।
একে একে দিতে হলো স্বপ্নদের বিসর্জন
এ যেন নিরন্তর বয়ে চলা এক সংকীর্ণ জীবন।
দৃষ্টিতে বিশাল বিশ্বের ছিল যত আয়োজন
সবই এখন ক্ষুদ্র সীমায় আবদ্ধ একটি ভূবন।
এখানে সবাই নষ্টদের কথা মেনে চলে
এখানে প্রতিনিয়ত স্বপ্নদের হত্যা করে।
এখানে ভালোবাসার অধিকার নেই,আছে ঘৃণা
আছে অমানবিক বিধি নিষেধ,অন্ধ চেতনা।
এখানে মানুষ মানুষকে হত্যা করে
অতপর রক্তের রঙে মেতে উঠে উল্লাসে।
সভ্যতার আড়ালে অসভ্যের বিচরণ
মানবিক তন্ত্র ভুলে বর্বরতায় পদার্পণ।
জাতীয়তাবোধ,আত্ম-উপলব্দি যেন অচেনা অধ্যায়
কোন এক অন্ধ বোধের পিছে সবাই ছুটে যায়।
তবুও আশাহত হৃদয়ে এখনো স্বপ্ন দেখি
নব প্রজন্মের হাত ধরে আসবে নতুন রবি।
যেখানে শুধুই মানুষের বসবাস,স্বাধীন আকাশ
চিন্তার বিশালতা,থাকবে স্বপ্ন পূরণের আশ্বাস।
পৃথিবী হোক রঙিন,জীবন হোক স্বাধীন,
হে নতুন প্রজন্ম-আঁখি মেলে স্বপ্ন দেখ।
আর কতকাল রবে বদ্ধ শৃঙ্খলে পরাধীন?
--নাঈম আজিজ চৌধুরী
আপনিও পাঠাতে পারেন আপনার লেখা কবিতা,গল্প,প্রবন্ধ,বিজ্ঞানও গবেষণা বিষয়ক লেখা।আমরা আপনার প্রতিভাকে সবার কাছে প্রকাশ করতে চাই।ফেসবুক পেইজ https://www.facebook.com/TalentBanglaMedia/?ref=bookmarks ও ওয়েবসাইটে লেখা পাঠাতে পারেন।সৃজনশীলতাই কাম্য।

No comments